অবশেষে আজ পুরো ভারত সহ বিশ্ব জুড়ে মুক্তি পেলো বহুল প্রতিক্ষিত আরআরআর (RRR) সিনেমা।বাহুবলী খ্যাত নির্মাতা রাজমৌলি পরিচালিত এই প্যান-ইন্ডিয়ান ছবি মুক্তি পেয়েছে তেলেগু, তামিল,হিন্দি,মালায়লাম সহ একাধিক আঞ্চলিক ভাষায়।প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবি মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে প্রায় ৮০০০ হাজার সিনেমা হলে।সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৭ জানুয়ারি। কিন্তু ভারতজুড়ে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। পরে আজ ২৫ মার্চ শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তারা দু’জনেই ৪৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যায়। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।
এস এস রাজামৌলি ও দক্ষিণী সিনেমার ভক্তদের ‘আরআরআর’ সম্পর্কে কয়েকটি বিষয় জানা উচিত—
১. ‘আরআরআর’ নাম শুনে অনেকেই এর পূর্ণ রূপ জানতে সার্চ ইঞ্জিনে ঢুঁ মারছেন হয়তো। ‘আরআরআর’-এর পূর্ণ রূপ হলো, ‘রাইজ, রোর, রিভল্ট’।
২. সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প।
৩. ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। বিগ বাজেটের সিনেমাটির শুধু নির্মাণ ব্যয় ৩০০ কোটি রুপি। শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক এর অন্তর্ভুক্ত নয়।
৪. এই প্রথমবার, জুনিয়র এনটিআর ও রাম চরণ একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন।
৫. আলিয়া ভাট এবং অজয় দেবগন এই ‘আরআরআর’ দিয়ে তেলেগু সিনেমায় ডেবিউ করলেন।
৬. অজয় দেবগন যদিও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবু তাঁকে এই সিনেমার ‘প্রাণ’ বলে উল্লেখ করেছেন নির্মাতা নিজেই।
৭. সিনেমায় আলিয়া ভাট সীতার ভূমিকায় অভিনয় করেছেন।
৮.প্যান ইন্ডিয়ান এই ছবি মুক্তির আগেই তার হল স্বত্ব, ডিজিটাল ও মিউজিক রাইট দিয়ে লাভের মুখ দেখে ফেলছে।