এফডিসি তে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেশ না কাটতেই আজ আবার নির্বাচনের আমেজ।এবার ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন।দুপুর ২টা থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।চলচিত্রের সাথে সংশ্লিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালকরা বাংলাদেশ ফিল্ম ক্লাবের মেম্বার।মোট ভোটার সংখ্যা ৬০০।এ বছরের ৫ই ফেব্রুয়ারী ছিলো নির্বাচনের ভোট গ্রহনের তারিখ।কিন্তু আদালতের নির্দেশনায় তা স্থগিত ছিলো।পরবর্তীতে আজ ভোট গ্রহনের তারিখ নির্ধারিত হয়।ক্লাবের মেম্বাররা এক বছর মেয়াদের জন্য কমিটি নির্বাচন করবেন।এবার দুইটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছন।
একটিতে নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।
সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।
কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।
উল্লেখ্য এবছর এফডিসির শিল্পী সমিতির নির্বাচন সমগ্র দেশের আলোড়িত ঘটনার একটি।সাধারন সম্পাদক পদে নিপুন-জায়েদ খানের লড়াই নির্বাচন পেরিয়ে এখন আইনি লড়াইয়ে রুপ নিয়েছে।