বিনোদন প্রতিবেদক : সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ফুলের নামে নাম, প্রেমকাহিনি, নরসুন্দরসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন সাদিয়া আয়মান। গতকাল সোমবার মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব চলচ্চিত্র মায়াশালিক।
‘মায়াশালিক’-এ যুক্ত হলেন কীভাবে?
শুনেছি, এ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার জাহান সুলতানা আমার কয়েকটি কাজ দেখেছিলেন। কাজগুলো দেখে তিনি আমাকে ভেবে গল্পটি লেখেন। ২০২০ সালে গল্পটি ভেবেছিলেন তিনি, মধ্যে করোনার কারণে কাজটি থমকে যায়। এ বছর কাজটি শুরু হওয়ার পর জাহান সুলতানা আমার সঙ্গে কথা বলেন। তিনি পরিচালক শিহাব শাহীন ভাইকে আমার কথা বলেন। তিনি আমার কয়েকটি কাজ দেখে আমাকে চূড়ান্ত করেন। গত আগস্ট থেকে আমরা চিত্রনাট্য পড়েছি, মহড়া করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু করি।
আপনার চরিত্রটি কী?
চরিত্রটি অনেক চঞ্চল, বেশি কথা বলে আর হাসিখুশি থাকে; খুব মিষ্টি একটি মেয়ে। বাস্তবে আমি যেমন, চরিত্রটিও তেমন। ফলে, চরিত্রটি তুলে আনা আমার জন্য খুব সহজ ছিল।
অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
২০১৯ সালের এপ্রিলে অপূর্ব ভাইয়ের সঙ্গে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে আমার অভিনয়ে অভিষেক। প্রথম নাটকে অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করেছি, প্রথম ওয়েব সিনেমায়ও তাঁর সঙ্গেই কাজ করলাম। তিনি যথেষ্ট সহযোগিতা করেন।
‘ফুলের নামে নাম’, ‘প্রেমকাহিনি’ ও ‘নরসুন্দর’-এ কাজ করে আলোচিত হয়েছেন। এই কাজগুলো আপনার ক্যারিয়ারের বাঁক বদল করেছে বলে মনে করেন?
ফুলের নামে নাম দিয়ে সাধারণ মানুষ আমাকে চিনেছে। এটিই আমার ক্যারিয়ারের বাঁক বদল করেছে। নির্মাতা (মিজানুর রহমান) আরিয়ান ভাই ও চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আরিয়ান ভাইয়ের সঙ্গে অনেকে কাজ করতে চান, কিন্তু হয়ে ওঠে না। তিনি সাবলীল গল্প নিয়ে কাজ করেন। আমার কাছে গল্পগুলো খুব ভালো লাগে। আমি আসলে ভাবিনি, এত তাড়াতাড়ি তাঁর সঙ্গে কাজ করতে পারব। এরপর প্রেমকাহিনি ও নরসুন্দর করেছি; দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছি। এর মধ্যে চরকির একটি সিরিজ, বায়োস্কোপের একটি সিরিজ ও দুটি একক নাটকের শুটিং শেষ করেছি।
পূর্ণদৈর্ঘ্য সিনেমাতেও নাম লিখিয়েছেন…
আমি বলব, এটা আমার ভাগ্য। বিজ্ঞাপনে কাজ শুরুর পর অনেক নাটকের প্রস্তাব পেয়েছিলাম, করিনি। বিজ্ঞাপন করার মধ্যেই কাজলরেখা সিনেমার অডিশন দিই, তারপর হয়ে যায়। আমি একদমই চিন্তা করিনি, (গিয়াস উদ্দিন) সেলিম ভাই আমাকে তাঁর সিনেমার নামভূমিকায় নেবেন। কেন জানি সবকিছু একসঙ্গে হয়ে গেল। সিনেমাটির শুটিং শেষ করেছি।
সিনেমায় নিয়মিত হবেন?
অবশ্যই। অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। অনেক চিত্রনাট্য ভালো লাগেনি, আবার পরিচালকের আগের কাজগুলো পছন্দ হয়নি। সবকিছু মিলে গেলে অবশ্যই সিনেমায় নিয়মিত কাজ করব। এর আগে আমার এই কাজগুলো আগে প্রকাশ্যে আসুক।
আপনার স্বপ্ন কী?
আমি আইন বিষয়ে পড়াশোনা করছি, প্রথমে আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল। অভিনয় শুরুর পর মনে হচ্ছে, অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয় নিয়েই থাকতে চাই। আরও কাজ করতে চাই। পড়াশোনাও করছি, শেষ হলে সময় পাব।
অভিনয়ে নাম লেখালেন কীভাবে?
আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছি। ২০১৯ সালের এপ্রিলে সেমিস্টারের বিরতির মধ্যে নির্মাতা ইমরাউল রাফাত ভাইয়ের সঙ্গে কথা হয়। ফেসবুকে আমরা যুক্ত ছিলাম, টু বি ওয়াইফ নাটকের জন্য তাঁর নতুন মুখ দরকার ছিল। আমি কাজটি করি। এরপর অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। তারপর আবার নাটকে।
অভিনয়ে আসার কোনো পরিকল্পনা ছিল?
নাহ্, কোনো পরিকল্পনা ছিল না। আমার পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নন। হুট করেই এসেছি। পরিকল্পনা থাকলে হয়তো হতো না। আগে থেকে জল্পনাকল্পনা করলে এত দূর আসতে পারতাম না।