অনলাইন প্রতিবেদক- মুক্তি অপেক্ষায় ছিলো এই বছরের সব চেয়ে ধামাকাদার বিগ বাজেট ছবি রাজ মৌলির আরআরআর(RRR).করোনার নতুন থাবায় স্থগিত হয়েছে ছবির মুক্তি।ছবিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে দক্ষিণের মেগা স্টার রাম চরন ও জুনিয়র এন টি আর কে,কিন্তু সল্প সময়ের জন্য ক্যামিও রুপে দেখা যাবে বলিউডের এই সময়ের সুপার স্টার আলিয়া ভাট ও অজয় দেবগান কে।সল্প সময়ের জন্য পর্দায় আসলেও চরিত্র দুইটা যে গুরুত্বপূর্ণ তা পরিচালক নিজেই বিভিন্ন প্রচারনায় স্বীকার করেছেন।তবে বিশ্লেষক দের মতে প্যান- ইন্ডিয়ান এই মুভিতে বলিউডের দর্শকদের আকর্শন করতেই পর্দায় এই দুই বলি সুপারস্টার দের উপস্থিতি। প্রশ্ন হচ্ছে কত পারিশ্রমিক নিলেন এই বলিউড স্টার রা।
আলিয়া ও ওজয়