দর্শক শ্রোতাদের মাঝে বেশ কিছুদিন পর নতুন একটি চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় কন্ঠশিল্পি ইমন ইসলাম । ” তিরিং বিরিং প্রেম ” শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ হোসেন ডালিম । অমিত চ্যাটার্জীর মিউজিকে ইমন ইসলামের কন্ঠে চমৎকার গল্প নির্ভর গান তিরিং বিরিং প্রেম ইতিমধে্য দর্শক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে । জি- সিরিজের ব্যানারে গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন বর্তমান প্রজন্মের ক্রাশ নায়িকা অদিতি , এছাড়াও আছেন সাইমন ,রোস , তারিফ প্রমুখ । বিশেষ একটি পাগল চরিত্রে অভিনয় করেছেন মিউজিক ভিডিওটির ডান্স কোরিওগ্রাফার রাজন ।
আর ভিডিও টি মেইক করেছে The solve event organisation Team