বই মেলায় প্রকাশিত হয়েছে লেখক মোহাম্মদ ফকরুল হাসানের উপন্যাস “একটি ফটোগ্রাফ”।বৈচিত্র্যময় এই উপন্যাসে সমন্বয় ঘটেছে মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের বেড়ে উঠা, ক্যারিয়ার,জীবনসঙ্গী বেছে নেওয়ার অপেক্ষা,প্রিয়তমার প্রতি ভালোবাসা ও তার জন্য দায়িত্ববোধ সাথে প্রিয়জন হারানোর ট্র্যাজেডি।সত্যিকারের অর্থে লেখকের ব্যাক্তিজীবনের বাস্তব উপলব্ধি থেকেই এই উপন্যাস।উপন্যাসের প্রতিটি অধ্যায়ে লেখক ভালোবাসা আর ক্রাইসিস এত সাবলীল আর প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেছেন যে পাঠক কে তা স্পর্শ করে যাবে,জীবন সম্পর্কে নতুন করে ভাবনার খোরাক জোগাবে।তাম্রলিপি প্রকাশনা থেকে প্রকাশিত উপন্যাশটির প্রচ্ছদ করেছেন ওয়ালিউন ইসলাম।দাম রাখা হয়েছে ৫০০ টাকা, পাওয়া যাবে বইমেলায় তাম্রলিপির প্যাভিলিয়নে।