বলিউড মেগাস্টার আমির খান ও তার স্ত্রী কিরন রাও এর বিবাহ বিচ্ছেদ হয়েছে গত বছরের জুলাইয়ে। এর আগে থেকেই বলিপাড়ায় কানাঘুষা অভিনেত্রী সানা শেখের সাথে প্রনয়ের সুত্র ধরেই এই বিচ্ছেদ।এত দিন চুপ থাকলেও আজ আমির খান এর ৫৭ তম জন্মদিনে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এর কাছে সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন।অভিনেতা জানান, তার বিরুদ্ধে সাবেক স্ত্রী কিরণের অভিযোগ ছিল, তিনি নাকি তার পরিবারের কোনো বিষয় নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না। আমির খান বলেন, ‘‘কিরণ বলতো, পরিবার নিয়ে আলোচনার সময় আমার মন নাকি অন্য কোথাও পড়ে থাকতো। সে মিষ্টি করে বলতো ‘আমি তোমাকে বদলাতে চাই না। বদলে গেলে তো তুমি অন্য আরেকটা মানুষ হয়ে উঠবে। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা তো আর থাকবে না। তোমার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে আমি অনেক ভালোবাসি। সেজন্য চাই না তুমি কখনো বদলে যাও। ’
অভিনেতা আরো বলেন, ‘৭ বছর আগে কিরণ আমায় কী বলেছিল, তা ভাবতে গেলে এখন মনে হয় গত ৬-৭ মাসে আমি অনেকটাই বদলে গিয়েছি’!
‘ তিনি এখনো কিরণকে খুব ভালোবাসেন। তারা পরিবারের মতো হলেও স্বামী-স্ত্রী হিসেবে তাদের সম্পর্ক বদলে গিয়েছে। বিয়েকে তারা অশ্রদ্ধা করতে চান না। তবে আমির-কিরণ পরস্পরের পাশে সব সময় থাকবেন।
এদিকে, আমিরের ব্লক ব্লাস্টার সিনেমা দঙ্গলের অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে আমির খান জানান, এখনো তার নতুন কোনো সম্পর্ক তৈরি হয়নি।
উল্লেখ্য আমিরের নতুন ছবি লাল সিং চড্ডা এ বছরের ১৪ ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা আছে।ছবিতে মুল চরিত্রে অভিনয়েরর পাশাপাশি তার সাবেক স্ত্রী কিরণ রাও এর সাথে তিনি এই ছবিতে প্রযোজনাতেও অংশ নিয়েছেন।