বিশ্বের এক নাম্বার ধনী এলন মাস্ক,আর তার নতুন প্রেমের খবর ট্রেন্ডিং হবেনা তাই কি হয়।
গত সেপ্টেম্বরে মাত্রই বিবাহ বিচ্ছেদ হয়েছে এলন মাস্ক এর আর এরি মাঝে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েছন টেসলার এই মালিক।
আর এবারের প্রেমিকা অভিনেত্রী অস্ট্রেলিয়ার ২৭ বছরের নাতাশা ব্যানেট।
মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহীর জেট বিমান গুল্ফস্ট্রিমে দেখা গেছে অভিনেত্রী নাতাশাকে। ১৭ ফেব্রুয়ারি সেই ছবি প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
সিডনিতে জন্মগ্রহণ করা অভিনেত্রী নাতাশার ছোটবেলা সিডনিতে কাটলেও ২০১৯ সালে নিউইয়র্কে পাড়ি দেন তিনি। সেখানের ড্রামা স্কুলে ভর্তি হন তিনি।
২০১৬ সালে মার্কিন সংগীত শিল্পী এবং অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক ‘ব্রিটনি এভার আফটার’-এ নাম-ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছিলেন নাতাশা ব্যাসেট।
আগামীতে তাঁকে কিংবদন্তি কণ্ঠশিল্পী এলভিস প্রিসলির বায়োপিকে তাঁর প্রথম প্রেমিকা ডিক্সি লকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম ‘কিং অব রক অ্যান্ড রোল’।
এলন মাস্ক এর আগে আরো তিন বার বিয়ে করেছিলেন।২০০০ সালে কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনকে, এই সংসারে তাদের পাচ টা বাচ্চা রয়েছে।২০০৮ সনে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।এর পর ২০১০ সালে আরেক অভিনেত্রী তালুলাহ রিলেক কে বিয়ে করেন এলন।২০১২ সনে তাদের বিচ্ছেদ হয়ে যায়।আর গত সেপ্টেম্বরে তার এক সন্তানের মা গ্রিমসের সাথে এলনের বিচ্ছেদ হয়।