ভারতীয় ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় টক শো কপিল শর্মা শো। এবারে কপিল শর্মা শো নিয়ে উঠল গুরুতর অভিযোগ।ভারতীয় পরিচালক বিবেগ অগ্নিহোত্রী এই অভিযোগ তুললেন।মার্চের ১১ তারিখে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রী ছবি কাশ্মীর ফাইলস।এই ছবির প্রচারণার জন্য বিবেক কে যেতে চেয়েছিলন কপিল শর্মা শো এ।কিন্তু বিবেক কে ফিরিয়ে দিয়েছেন কপিল শর্মা নিজেই।
বিবেকের দাবি ছবিতে বড় কোন তারকা না থাকার কারণেই তাঁকে ফিরিয়ে দিয়েছে কপিল শর্মা। একটি টুইটে বিবেককে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন যে, কাশ্মীর ফাইলসের টিমকে কপিল শর্মা শোয়ে দেখতে চায় তাঁরা। তাঁর টুইটের উত্তরেই বিবেক দাবি করেন যে এই সময়ের বড় কোন বানিজ্যিক তারকা না থাকাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে।
কপিলের এ আচরণে বিরক্ত হয়ে অনেক নেটিজেন কপিল শর্মা শো বয়কটের ডাক দিয়েছেন।
উল্লেখ্য ভারতীয় সব বড় পরিচালক ও তারকা তাদের ছবির প্রমোশনের জন্য বেছে নিন জনপ্রিয় কমেডি শো কে।