নিজশ্ব প্রতিবেদকঃবলিউডের হট আইটেম গার্ল নোরা ফাতেহি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন এ আছেন।
নোরার নিজশ্ব মুখপাত্র মারফত এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নোরার তরফে তাঁর মুখপাত্র একটি বিবৃতি জারি করছেন। সেখানে বলা হয়েছে, ‘২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন থেকেই কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা নিভৃতবাসে(আইসোলেশন) রয়েছেন। নিয়ম এবং সাবধানতা মেনে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-কেও সাহায্য করছেন তিনি।’
এদিকে নোরার করোনা আক্রান্তের পর বি-টাউনে করোনা আতংক ছড়িয়ে পড়ছে।
দুই বছরের মহামারির পর সব যখন সাভাবিক হচ্ছিলো তখন করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন নিয়ে সবাই ভিষণ চিন্তিত।
মহামারী করোনার কারনে এমনিতেই গত দুই বছরে সিনেমার কলাকুশলী,প্রযোজক এবং হল মালিকরা ব্যাপক লোকশান গুনেছেন।