গাঙ্গুবাই কোঠেওয়ালি, সঞ্জয়লীলা বানসালীর এই ছবি এখন বক্স অফিস কাপাচ্ছে ।প্রথম সাত দিনে আয় করলো ৬৮.৬ কোটি রুপি।আশা করা যায় এভাবে চলতে থাকলে এ সপ্তাহেই একশ কোটির এলিট ক্লাবে প্রবেশ করবে আলিয়া ভাটের এই সিনেমা।যদিও এই বানসালীর আগের ছবি রামলীলা ৮২ কোটি রুপি আয় করেছিলো।
তবে করোনা মহামারীর মধ্যে সপ্তাহ শেষে এই ছবির আয়কে ট্রেড এনালাইসিস রা যথেষ্ট সসম্ভাবনাময় বলছেন।এক সাধারন যৌনকর্মী থেকে নেত্রী হয়ে উঠার কাহিনী এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।নারীকেন্দ্রিক এই ছবিতে আলিয়ার অভিনয় এরই মধ্যে দর্শক, সমালোচক দের ভূয়সী প্রশংসা পেয়েছে।