জিনাত আরা মুনা,সময়ের আলোচিত সংগীত শিল্পী।টিভি চ্যানেলের লাইভ থেকে গানের মঞ্চ সব যায়গায় সরব উপস্থিতি। এবার উত্তর ক্লাবের মেম্বাররা মোহিত হল এই শিল্পীর সুরেলা কন্ঠে।অভিজাত উত্তরা ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার রাতে ক্লাব হলে আয়োজিত হয়েছিলো মেলোডি নাইট।
এই মেলোডি নাইটে তার গানের যাদুতে মুগ্ধ করলেন মুনা।তার সাথে ছিলেন আরেক উদিয়মান প্লে-ব্যাক তারকা তৌসিফ।
মেলোডি নাইটে মুনা তার নিজের গান ছাড়াও পুরানো দিনের গান,ফোক,গজল,জনপ্রিয় হিন্দী গানে ক্লাব হল মাতিয়ে রাখেন।তার সাথে যোগ্য সঙ্গ দেন গায়ক তৌসিফ।মেলোডি নাইটে উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট সহ সম্মানিত মেম্বাররা উপস্থিত ছিলেন।প্রায় তিন ঘন্টার এই সংগীত আয়োজন রুনা লায়লার বিখ্যাত মাস্তকালন্দার দিয়ে শেষ হয়।