চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আলোচনা যেন থামছেইনা।নির্বাচনের পর এবার সাধারণ সম্পাদক দুই প্রার্থী আইনের লড়াইয়ে নেমেছেন।সেই ধারাবাহিকতায় নিপুনের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে।প্রধান বিচারপতির উপস্থিতিতে শুনানিতে জায়েদ ও নিপুনে দুজনের উপরি বিরক্তি ও কঠোর নির্দেশনা প্রধান করা হয়।নির্দেশনায় এপিলেট ডিভিশন এর স্থিতিবাস্থা যথাযথ ভাবে অনুসরন করতে জায়েদ ও নিপুন কে নির্দেশ দেওয়া হয়।
গত ৮ই মার্চ এপিলেট ডিভেশনের দেওয়া স্থিতিবাস্থার পরও সাধারন সম্পাদক হিসাবে নিপুন আক্তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন এই অভিযোগ তুলে নায়ক জায়েদ খান সুপ্রিম কোর্টে মামলা করেন।তারই শুনানি তে আজ এই নির্দেশনা দিলেন।