আবারও ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন জয়া আহসান।২০২১ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’সিনেমার জন্য তিনি এবারের সম্মাননাটি পেলেন।এর আগেও দুইবার এই পুরস্কার জিতেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ‘বিসর্জন’সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ও ‘রবিবার’-এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।এবারো দুই বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া।২০২১-এ ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পান।
জয়া পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং ‘অব্যক্ত’সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।
উল্লেখ্য ফিল্মফেয়ার বাংলায় এবারের আসরে জয়া আহসান ছাড়াও বাংলাদেশ থেকে মোশাররফ করিম(ডিকশোনারি), গীতিকার আসিফ ইকবাল(মায়ের কাংগাল,অল্প হলেও সত্যি) ও তরুণ গায়ক মাহতিম সাকিব( প্রেম তুমি)মনোনয়ন পেয়েছিলেন। জয়া ছাড়া বাকিরা পুরস্কার পান