শাহরুখ খানের পাঠানের পর এবার সালমানের টাইগার ৩।বলিউডে ধামাকার ধামাকা।গতপরশু কিং খান ঘোসনা দিয়েছিলেন তার নতুন ছবি পাঠান ২০২৩ এর জানুয়ারি মাসে আসছে।ইউটিউবে পাঠানের ফাস্ট ট্রিজার প্রকাশ পায় যা এ পর্যন্ত ৫ মিলিয়ন বার দেখেছে দর্শক। আর এইবার বলিউডের ভাইজান খ্যাত সালমান খান জানালেন তার টাইগার সিক্যুয়েলে এর নতুন ছবি মুক্তি পাবে ২০২৩ এর রোজার ঈদে মানে ২১ শে এপ্রিলে।ছবির প্রযোজনা সংস্থা যস রাজ ফিল্ম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ এই নিয়ে ৬৯ সেকেন্ড এর একটা ফাস্ট লুক প্রকাশ করেছে।আর প্রকাশের পরই ঝড়, মাত্র ২ ঘন্টায় ২ মিলিয়ন ভিউস।
ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সালমান ঘুমাচ্ছেন। এমন সময় সালমানকে ডেকে তুলে ক্যাটরিনা বলেন, এবার তোমার পালা, রেডি? নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সালমান উত্তর দেন, টাইগার সবসময় রেডি।
ভিডিওর টাইটেলে ছবি মুক্তির সম্ভাব্য তারিখ দেখা যায় ২০২৩ এর ২১ শে এপ্রিল। এদিকে সালমান খান তার অফিসিয়াল টুইটার একাউন্টে এই ভিডিও এর লিংক।শেয়ার করে লিখেন “আপনার নিজ নিজ খেয়াল রাখেন, টাইগার ৩ আসছ ২০২৩ এর ঈদে হিন্দি তামিল ও তেলেগু ভাষায়।
এক থা টাইগার’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সিক্যুয়েল ‘টাইগার ৩’। এতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ” র” এর গুপ্তচর অবিনাশ সিংয়ের ভূমিকায় দেখা যাবে সালমানকে, যে প্রেমে পড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর জোয়া হুমাইমির। এই চরিত্রে রয়েছেন ক্যাটরিনা।
বর্তমানে ‘টাইগার ৩’র শেষ লটের শুটিং চলছে।সিক্যুয়েলের আগের দুই সিনেমার পরিচালনার দায়িত্ব এ ছিলেন যথাক্রমে কবির খান ও আলি আব্বাস জাফর। তবে এবার পরিচালনার ব্যাটন টি মনীশ শর্মার হাতে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা ইমরান হাসমিকে