মুম্বাইয়ের জনপ্রিয় সুপারস্টার সানি লিওন এখন ঢাকায়। আজ বিকেল পাঁচটায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌছান সানি লিওন। বিমানবন্ধরে পৌছে নিজের ফেসবুক পেইজে ২ টা ছবি পোস্ট করে ভক্তদের সাথে ঢাকায় আসার কথা শেয়ার করেন।তিনি লিখেন সুন্দর দেশ,আসতে পেরে ভালো লাগছে।
ছবিতে তার সাথে তার অভিনেতা স্বামী ড্যানিয়েল ওয়েবার ও গান বাংলা চ্যানেলের সিইও গায়ক তাপস কে দেখা যায়।জানা গেছে গায়ক তাপসের আমন্ত্রনে কোন একটি প্রোগ্রামে উপস্থিত হতেই তার ঢাকায় আসা।এর আগে শাপলা মিডিয়ার ছবি সোলজারে কাজ করার জন্য তার ঢাকা আসার কথা থাকলেও সরকার অনুমতি দিয়ে গত ০৯ তারিখে তার কাজের অনুমতি বাতিল করেন।তথ্য মন্ত্রী নিজে সংবাদ মাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেন।
এই ঘটনার রেস না কাটতেই এক দিন পর তার ঢাকা আসাটি আসলেই বড় চমক।তবে সানি লিওন এর ঢাকা আসা যে সিনেমার কাজে নয় তা এক প্রকার নিশ্চিত।শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেন যে তার ছবি সোলজারে সানি কাজ করবেন না।তিনি হয়ত গায়ক তাপসের ব্যাক্তিগত অনুরোধ এসেছেন।সানি লিওন গায়ক তাপসের প্রযোজনা সংস্থা থেকে দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন।ধারনা করা হচ্ছ এই সম্পর্কের খাতিরেই হয়ত তার এই সফর।উল্লেখ্য সানি লিওনের আসল নাম কমরজিত কৌর।তিনি তার ক্যারিয়ারের শুরুতে নীন ছবি করলেও পরবর্তীতে বলিউডের মূলধারার ছবিতে প্রতিষ্ঠা লাভ করেন।