বিজয় দেবেরকোন্ডার বহুল আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘লাইগার’(Liger) তেলুগুতে মুক্তি পেয়েছে ২৫শে আগস্ট। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্যান ইন্ডিয়া বক্স অফিসে ১৯ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো, যার মধ্যে হিন্দি সংস্করণের প্রিভিউ থেকে আছে ২ কোটি রুপি। প্রথম দিনে আয়ের মধ্যে সিনেমাটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আয় করেছিলো ১৫ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে তেলুগু বক্স অফিসে ভালো শুরু করলেও জানা গেছে দ্বিতীয় দিনেই ডিজাস্টারের পথে বিজয়ের ‘লাইগার’।
তেলুগু বক্স অফিসে সিনেমাটির দ্বিতীয় দিনের আয়ের হিসেব থেকে জানা গেছে প্রথম দিনে ১৫ কোটি রুপির পর দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে মাত্র ৪.১০ থেকে ৪.৪০ কোটি রুপি। প্রথম দিনে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক এবং সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার শক্ত প্রভাব এর বক্স অফিসে পরতে দেখা গেছে। বাজে গল্প এবং চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটিতে অনন্যা পাণ্ডের অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হতে দেখা গেছে।
তেলেগু বাজারে দুই দিনে সিনেমাটির শেয়ার দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি রুপি এবং সব মিলিয়ে সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তের শেয়ার দাঁড়াবে ১৫ থেকে ১৬ কোটি রুপি। খেলাধুলা ভিত্তিক অ্যাকশন সিনেমাটি পরিবেশকদের কাছে ৫৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে৷ সেহিসেবে সিনেমাটি থেকে তেলুগু রাজ্যে বিজয় দেবেরকোন্ডার সিনেমাটি থেকে নূন্যতম আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৫ কোটি রুপি৷ শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
তেলেগু বাজারে দুই দিনে সিনেমাটির শেয়ার দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি রুপি এবং সব মিলিয়ে সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তের শেয়ার দাঁড়াবে ১৫ থেকে ১৬ কোটি রুপি। খেলাধুলা ভিত্তিক অ্যাকশন সিনেমাটি পরিবেশকদের কাছে ৫৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে৷ সেহিসেবে সিনেমাটি থেকে তেলুগু রাজ্যে বিজয় দেবেরকোন্ডার সিনেমাটি থেকে নূন্যতম আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৫ কোটি রুপি৷ শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।