বলিউড: জাহ্নবী ও খুশি কপূর, এই দুই বোনের সম্পর্ক যে বেজায় ভাল তা সময়-অসময়ে টের পাওয়া যায়। জাহ্নবীর নানা আবদার মেটান খুশি আবার খুশির আবদার মেটান জাহ্নবী। এই তো জাহ্নবীর আবদারে তাঁকে ইতালিয়ান রান্না করে খাওয়ালেন খুশি। সেই খাবারের তালিকায় পিৎজ়া, পাস্তা ও নানা ধরনের ব্রেড ছিল। জাহ্নবী তো বেজায় খুশি এগুলো খেয়ে। তাঁদের পরিবারের মধ্যে খুশি যে অন্যতম ভাল রাঁধুনি তা জানিয়েছেন তিনি।