মেহের নিগারঃ সবার আগ্রহের দ্য ব্যাটম্যান(The Batman) এখন বিশ্বজুড়ে পেক্ষাগৃহ কাপাচ্ছে।এক নজরে দেখে নেওয়া যাক বিষদ রিভিউ-
অভিনয়েঃ রবার্ট প্যাটিন্সন, জোই কাভিটজ,পল ড্যানো,কলিন ফ্যারেল,এন্ডি সারকিজ সহ অনেকেই চিত্রনাট্যঃম্যাট রিভস,ম্যাটস্ন টমলিন,পিটার গ্রেগ নির্দেশনাঃ ম্যাট রিভস।
সাধারণত সুপারহিরো মুভির কথা শুনলেই আমাদের মাথায় আসে হিরোয়িক কিছু মুহূর্ত যা হলে দর্শকদের উচ্ছ্বাস আর হইহুল্লোড়ের কারণ হয়ে থাকে।দ্য ব্যাটম্যান(The batman) এ সেরকম মুহূর্ত খুবই সামান্য কারণ এখানে একজন সুপারহিরো চরিত্রের চেয়েও বড় হচ্ছে গল্পটা।
গোথামে একের পর এক লাশ উঠে আসছে, সাথে খুনির রেখে যাওয়া কিছু সূত্র। যারা খুন হচ্ছে তারা সবাইই শহরের পরিচিত মুখ, বিশেষ করে রাজনীতির সাথে জড়িত। এর সাথে ব্যাটম্যানের কি সম্পর্ক? শুধু নিজের শহরের অপরাধ দমনের চেষ্টা? موقع مراهنات 365 না, খুনি তার সূত্রগুলো ব্যাটম্যানের উদ্দেশ্যেই রেখে যাচ্ছে। সে চায় তার এই সূত্রগুলো দিয়ে গোথামের অপরাধ জগতের রহস্যের জাল তুলে ধরতে আর ব্যাটম্যানই যেন তা ভেদ করে।
মুভির টোটাল রানটাইম প্রায় ৩ ঘন্টার কাছাকাছি। বেশ কয়েকজনকে বলতে শুনেছি তাদের কাছে মুভি স্লো লেগেছে। এখন আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, ফাস্ট স্ক্রিনপ্লেতেই অভ্যস্থ বেশিরভাগ দর্শক। তবে রহস্য/থ্রিলার জনরা ভক্তরা বেশ আগ্রহ নিয়ে দেখবেন জানি। যারা Watchmen, Snyder Cut, Lord of the Rings দেখে কিছুটা হলেও বোর ফিল করেছেন, তাদের কাছে The Batman ও একটু বোরিং লাগবে সম্ভবত। আর যদি কেউ গল্প, ওয়ার্ল্ডবিল্ডিং, স্টোরিটেলিং এ ঢুকে যান, তাহলে কখন সময় পার হয়ে যাবে টেরও পাবেন না।
চরিত্র আর অভিনয় নিয়ে বলতে গেলে, সবাই তাদের স্থানে মোটামুটি পারফেক্ট। সেটা জো ক্রাভিটজ(Zoe kravitz ) এর Selina/Catwoman হোক বা এন্ডি সারকিজ(Andy Serkis) এর Alfred। Oswald Cobblepot/Penguin চরিত্রে কলিন ফ্যারেল(Colin Farrell) কে চেনার উপায় নেই। আর প্যাটিনসনের কথা আর কি বলব! এরপরেও যদি তার টোয়াইলাইট চলচিত্রের এর সময় ধরে কেউ মুখ ফিরিয়ে নেয়, তা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু হবে না।
ব্যাটম্যান(Batman)এর কথা উঠলে কারো চোখে ভাসবে ডার্ক নাইট ট্রিলজি এর অভিনেতা ক্রিশ্চিয়ান বেল, আর কারো চোখে ভাসবে স্নাইডারভার্সের বেন অ্যাফ্লেক। তবে তাদের কারো সাথেই প্যাটিনসনের ব্যাটম্যানকে তুলনা দেওয়া যায় না। পূর্বের ব্যাটম্যানদের সুপারহিরো বা তাদের হিরোয়িজম এর দিকে ফোকাস বেশি ছিল। ব্যাটম্যানকে বলা হয় World’s Greatest Detective। কিন্তু তার এই ডিটেক্টিভ দিকটি এর আগে লাইভ অ্যাকশনে তেমনভাবে দেখানো হয়নি। প্যাটিনসনকে দিয়েই এর সূচনা হলো এবং বেশ সার্থকভাবেই হলো বলা যায়।
প্যাটিনসনের ব্যাটম্যানকে মেনে নিলেও তার ব্রুস ওয়েইনকে নিয়ে একটু হতাশ লাগতে পারে অনেকের। এর আগে ক্রিশ্চিয়ান বেলকে আমরা দেখেছি Playboy/Casanova ব্রুস ওয়েইন সেজে সবাইকে বোকা বানাতে। প্যাটিনসন সেটা করে না, কারণ এই ব্যাটম্যান এখনো তার ব্রুস ওয়েইন আর ব্যাটম্যানের মাঝে সামঞ্জস্য করতে পারে নি। আরেকটু সময় লাগবে। এই ব্রুস এখনো তার পাবলিক ইমেজে এতোটা সচ্ছন্দ মোটেও নয়।
পরিচালক ম্যাট রিভস বলেছেন যে তিনি Chinatown, Zodiac, Se7en এর মতো মুভি থেকে কিছু অনুপ্রেরনা নিয়েছেন।দ্য ব্যাটম্যান(The Batman) দেখলে তা বেশ ভালোভাবেই বোঝা যায়। সুপারহিরো অ্যাঙ্গেল বাদে শুধু একটি সাসপেন্স/থ্রিলার হিসেবেও বেশ চমৎকার একটি মুভি বলা যায়।
গ্রেগ ফ্রেজারের সিনেমাটোগ্রাফি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। হ্যাঁ, একটু ডার্ক লাগতে পারে তবে তা একদম “কিচ্ছু দেখতে পারছি না” জাতীয় কিছু না। মুভির টোনের সাথে মানিয়ে যায়। ফাইট সিনগুলো অসাধারণ। ওয়াইড আর স্টেডি শটের কারণে ফাইটগুলো বেশ ভালোভাবে উপভোগ করা যায়। হ্যান্ডহেল্ড স্টাইলে ফাইট সিন শ্যুট করলে সেটা বেশ বিরক্তির কারণ হয় অনেকের জন্য, এখানে তার কোন সুযোগ নেই। মুভিতে মাঝামাঝি সময়ে একটা কার চেইজ সিন আছে যা অ্যাকশন মুভির বেস্ট চেইজ সিনগুলোর মধ্যে একটি হয়ে থাকবে।
আর তার সাথে গিয়াসিনো( গিয়াচ্ছিন) এর মিউজিক এটাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। ট্রেলারে Nirvana ব্যান্ডের Something In the Way গানটির যে ভার্সন আমরা শুনতে পাই তা মুভিতেও আছে এবং বেশ ভালোভাবেই তার ব্যবহার করেছে।
যদি গতানুগতিক সুপারহিরো মুভি ভেবে Fast-pacing কিছু আশা করেন, তাহলে হয়তো দর্শক কিছুটা হতাশ হবেন। ব্যাটম্যান, সাসপেন্স, থ্রিলার আর কমিক লাভারদের জন্য বেশ উপভোগ্য হবে আশা করি।
রেটিং…………….
কাহিনী ও চিত্রনাট্যঃ ১০/৮
অভিনয়ঃ ১০/৮
সিনেমাটোগ্রাফি ও এডিটঃ ১০/৮
মিউজিকঃ ১০/৮
ডিরেকশনঃ ১০/৮
ওভারওলঃ ১০/৮
আইএমডিবি(IMDB) রেটিংঃ ১০/৮.৩
মেটাক্রিটিক রেটিংঃ১০০/৭২
রজার এবার্ট রেটিংঃ ৫/৩.৫
রটেন টমাটো রেটিংঃ ১০০/৮৫