“সাবরিনা” গুনি নির্মাতা আশফাক নিপুনের নতুন ওয়েব সিরিজ।আজ বিশ্ব নারী দিবসে নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত এই ওয়েবসিরিজের প্রথম ট্রিজার মুক্তি পেয়েছে জনপ্রিয় ওটিটি প্লার্টফর্ম হইচই এ।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের এক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়; পরে নির্মাতা তার নিজের ফেইসবুক প্রোফাইলেও তার অনুরাগীদের সাথে ব্যাপারটা শেয়ার করেন।
গত বছর আশফাক নিপুন পরিচালিত তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর ছিলো টক ওফ দ্য কান্ট্রি।সবাই অপেক্ষায় ছিলেন এর দ্বিতীয় কিস্তির।তখন ই চমক, নির্মাতা নিয়ে আসলেন সাবরিনা।আর এবারের বড় চমক এই প্রথম হইচই এর প্লার্টফর্মে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন।
সাবরিনা বিষয়ে নির্মাতা আশফাক নিপুন বলেন
“এমন একটি গল্প বর্ণনা করা যা সামাজিকভাবে প্রাসঙ্গিক এবং মানুষের From 6 to 80 agents in 18 months: Indie growth on steroids methyl 1 test commentary: when rationing a coronavirus vaccine, pharma must keep these 3 ethical considerations in mind মনে প্রভাব ফেলার ক্ষমতা রাখে এমন একটি বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সাবরিনাকে তৈরি করা, এমন একটি যাত্রা ছিল যা একাধিক কারনে আমার জন্য বিশেষ হয়ে থাকবে। একজন নারীকে নায়ক হিসেবে গল্পে উপাস্থাপন করা থেকে হইচই এর সাথে আমার এই যাত্রা এটি অবিশ্বাস্য ছিল,” বলেছেন পরিচালক৷হইচই এর আমার অন্য কাজের মত আমার এই কাজও দর্শকরা সাদরে গ্রহন করবে।
মেহেজাবিন চৌধুরী বলেন, “অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয়-এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা শুধু একজন নারী নয় সমাজের সব নারীর গল্প।”সাবরিনার এই চ্যালেঞ্জিং ভূমিকা আমাকে দেওয়ার জন্য আমি আশফাক নিপুন এবং হইচই এর কাছে কৃতজ্ঞ।”
নাজিয়া হক অর্ষার ভাষ্যে, “সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।”
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের প্রযোজনায় নির্মিত এ সিরিজের প্রধান দুই চরিত্র সাবরিনার ভূমিকায় মেহজাবীন ও অর্ষা ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, ইন্তেখাব দিনার, হাসান মাসুদ।
টিজারে মেহজাবিন ও নাজিয়ার ফার্স্ট লুক অন্তর্ভুক্ত করা হয়েছে।