পর্ন বা প্রাপ্ত বয়স্কদের ছবি নিয়ে আলোচোনা বিশ্ব জুড়েই।পর্ন এর ক্ষতিকর দিকটি বিবেচনা করে বাংলাদেশ ভারত সহ উপমহাদেশের অনেক দেশেই পর্ন সাইট গুলো কালো তালিকাভুক্ত করে আইপি(ইন্টারনেট প্রোটকল) ব্লক করে রাখা হয়েছে।কিন্তু তাতেই কি এর দর্শকরা থামছেন।বিনোদনের এই অন্ধকার জগতে প্রবশেরর জন্য ব্যবহার করছেন নিত্য নতুন প্রজুক্তি।ব্যাবহার করছেন ভিপিন(ভার্টুয়াল প্রটেক্টিভ নেটওয়ার্ক)। এবার টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা ভারতের পর্ন দর্শকদের উপর এক সমীক্ষা চালিয়েছে।সমীক্ষার বিষয় বস্তু ছিলো কোন অঞ্চলের দর্শকদের কি ধরনের পর্ন পছন্দ বা আসুক্তি।আর এই সমীক্ষা চালাতে তারা সাহাজ্য নিয়ে নিয়েছে এক জনপ্রিয় পর্ন হার্বের।
তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, ভারতীয়রা দেশি পর্ণ দেখতে বেশি পছন্দ করে। ‘ইন্ডিয়ান কলেজ গার্ল’, ‘ইন্ডিয়ান ভাবি’, ‘ইন্ডিয়ান আন্টি’ প্রভৃতি ধরণের পর্ণ সাইট দেখার হার বেশি ভারতে। এবং গোটা ভারতের মধ্যে পর্ণ দেখার হার বেশি দিল্লিতে। দিল্লির ৩৯.২ শতাংশ মানুষ এই ধরণের পর্ণ দেখতে বেশি পছন্দ করেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী পর্ণ দেখার দর্শকের সংখ্যা ওপার বাংলার কলকাতাতেও কম নেই। ‘স্কুল ক্যাটাগোরি’-র পর্ণ আবার বেশি পছন্দ করেন কলকাতার জনগণ। সারা দেশের পর্ণ দেখার পরিসংখ্যানে কলকাতা রয়েছে ৫ নম্বরে।
পর্ণোগ্রাফি সাইটে সবথেকে বেশি যে সেলিব্রিটির পর্ণ মানুষ সার্চ করে তা সানি লিওন, মিয়া খলিফা এবং রিয়্যালিটি টিভি স্টার কিম কারদশিয়ানের।উল্লেখ্য বানলাদেশের মত ভারতেও ৮৫৭-এর ও বেশি পর্ণোগ্রাফি সাইট ব্যান করে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই চাইল্ড পর্ণোগ্রাফি সাইট।