আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখ খানের ছবি পাঠান(Pathan)।মুক্তির আগে স্পেনে পাঠান এর সেটে শাহরুখের এক ছবি এখন আলোচনার বিষয়।লিক হওয়া ছবিতে এইট প্যাকের শাহরুখ কে দেখে মুগ্ধ তার ভক্তরা।ছবির জন্য বডি ট্রান্সফরমেশন বলিউড ছবিতে ট্রেন্ডিং ব্যাপার।কিন্তু ৫৬ বছর বয়সে এসে সিনেমার জন্য এই নিবেদন নেটিজেনদের কাছে প্রশংসীত হচ্ছে।ছবিতে এইট প্যাকের শাহরুখকে দেখা গেছে লম্বা চুলে। পরনে খাকি-সবুজ কার্গো প্যান্ট, গায়ে শার্ট নেই।সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শুটিং সেট থেকে দীপিকারও একটি ছবি
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সমুদ্র সৈকতে তাকে লাল রঙের পোশাকে দেখা গেছে।
একশন থ্রিলার ঘড়ানার পাঠান ছবির পরিচালনার দায়িত্বে আছেন সিদ্ধান্ত আনন্দ।শাহরুখ খান ও দীপিকা ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া দেখা যাবে। এছাড়াও বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে।
উল্লেখ্য এর আগে ২০১৬ সালের হ্যাপি নিউ ইয়ার সিনেয়ায় বডি ট্রান্সফরমেশন করে পর্দায় চমকে দিয়েছিলেন শাহরুখ।