বিনোদন ডেস্ক : দেশের গুণী অভিনেত্রী ও নির্দেশক আফসানা মিমি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’। সম্প্রতি ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল অব ইন্ডিয়াতে অনুষ্ঠিত এই উৎসবের ওয়ার্ল্ড সিনেমা সেকশনে মিমি অভিনীত এই সিনেমাটি প্রদর্শিত হয়। এর পাশাপাশি তার অভিনীত নতুন সিনেমা ‘পাতাল ঘর’-এর প্রিমিয়ার শো হয়।
সিনেমাটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এই সিনেমাতে মিমি অভিনয় করেছেন পারভীন চরিত্রে। ‘পাতাল ঘর’-এ অভিনয় প্রসঙ্গে আফসানা মিমি বলেন, অন্য রকম গল্পের সিনেমা এটি। মূলত, করোনার সময়ের একটি পরিবারের মধ্যকার মা ও মেয়ের গল্প নিয়েই এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আমি পারভীন চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি মুক্তি পেলে আশা করা যায় দর্শকের ভালো লাগবে।
এ ছাড়াও চ্যানেল আইতে তার উপস্থাপনায় শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার পরিকল্পনায় বিভিন্ন বিষয় নিয়ে তরুণদের ভাবনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যুক্ত হওয়ার অনুষ্ঠান ‘জয়জয়ন্তী’। এদিকে আজ আফসানা মিমির জন্মদিন। জন্মদিনের তিনি অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে দুপুর সাড়ে ১২টায় যোগ দেবেন।
এরপর অফিস এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন। মিমি বলেন, আমি জন্মদিন নিয়ে কখনোই আনুষ্ঠানিকতা পছন্দ করি না। তবে আমার এমনিতেই প্রিয়জনদের সঙ্গে থাকতে ভালো লাগে। আর প্রতিবছরই জন্মদিনে আমি আমার জন্মস্থান হলি ফ্যামিলি হসপিটালে যাই।