বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান (৮৩) আর নেই। সোমবার (১৪ মার্চ) কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।
অনেক দিন ধরেই তিনি বাধক্যজনিত অনেক রোগে ভুগতেছিলেন।
এর আগে ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।তখন তার হৃদপিণ্ডে ভালব প্রতিস্থাপন করা হয়েছিলো।
কর্মজীবনঃঅশিক্ষিত, ছুটির ঘন্টার মত অনেক কালজয়ী ছবির নির্মাতা ছিলেন আজিজুল হক।
আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন।কর্মজীবনের শুরতে তিনি ছিলেন আরেক কিংবদন্তী পরিচালক এহতেশাম এর সহকারী। ১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি এহতেশাম ও মুস্তাফিজের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল (১৯৬৭)।তখনকার সুপারস্টার আজিম ও সুজাতা অভিনীত এই ছবি বাংলা এবং উর্দু ভাষায় নির্মিত হয় এবং ব্যাপক সাফল্য পায়।তার সর্বাধিক প্রচারিত ছবি ছুটির ঘন্টা, মাটির ঘড় ও অশিক্ষিত। বক্তব্যধর্মী ছবি নির্মানে বাংলা চলচিত্রে তাকে কিংবদন্তি বলা হয়।তার সর্বশেষ চলচ্চিত্র ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ডাক্তার বাড়ী।এছাড়া ২০১৬ সালে মুক্তিযুদ্ধের উপর মাটি নামে একটি চলচ্চিত্র নির্মান শুরু করেন, অসুস্থতার কারনে সেই কাজটি আর শেষ করতে পারেন নাই।