১৭ ই মার্চ ছিলো বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন। আর তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিন প্রকাশ পেলো বঙ্গবন্ধুর জীবনীনিয়ে করা সিনামে “মুজিব” এর ফাস্ট লুক।শ্যাম বেনেগাল এর এই ছবির নাম এত দিন বঙ্গবন্ধু জানাগেলোও আজ ফাস্ট লুক পোস্টারে ছবির নাম মুজিব দেখা যায়।আজ এফডিসিতে সংবাদ সম্মেলনে নাম পরিবর্তন প্রসঙ্গে এফডিসির এমডি বলেন, ওয়ার্কিং নাম হিসেবেই শুরুতে সিনেমাটির নাম ‘বঙ্গবন্ধু’ রাখা হয়েছিল। নামটি যে অস্থায়ী তখনই জানানো হয়েছিল।
এখন নামটি চূড়ান্ত করা হলো।মুম্বইয়ের ফিল্মসিটি স্টুডিয়োয় ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল ১৮ মার্চ ২০২০-তে। করোনার কারণে সেই শ্যুট পিছিয়ে শুরু হয় ২০২১-এর ২১ জানুয়ারি। শ্যুট শেষ হওয়ার কথা চলতি মাসেই।যৌথ প্রযোজনায় এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। পর্দায় তাঁর স্ত্রী রেণু নুসরত ইমরোজ তিসা। শেখ হাসিনার ভূমিকায় দেখা যাবে নুসরত ফারিয়া