বাংলা সিনে অ্যাওয়ার্ড;দেশের বাইরে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা।২০১৫ থেকে সুদূর যুক্তরাষ্ট্রে হয়ে আসছ বাংলাদেশের তারকাদের নিয়ে এই আয়োজন।করোনা মহামারী তে দুই বছর স্থগিতের পর এবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে আবার আয়োজিত হচ্ছে এই আসর।বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে এবারের আয়োজনে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক সিনেমার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এ প্রসঙ্গে আয়োজক আজগর হোসাইন খান সংবাদ মাধ্যমকে বলেন, নতুন প্রজন্মের কাছে বর্তমান বাংলাদেশের পরিচয় ও সংস্কৃতি তুলে ধরতে আমাদের মনে হয়েছে সিনেমাই অন্যতম মাধ্যম।
বাংলা সিনেমা দেখার মাধ্যমে, বাংলা গান শোনা ও গানের দৃশ্য দেখার মাধ্যমে আমেরিকার মানুষ বাংলাদেশ ও দেশের সংস্কৃতির নানা দিক সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি বাংলাদেশের সিনেমা ও বাংলা সিনেমার নির্মাতা ও কলাকুশলী সম্পর্কে আমেরিকানরা ধারণা পাবে।
পরস্পরের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হবে।
তিনি আরো জানান, প্রযোজকেরা চাইলে এই আয়োজনের মাধ্যমে বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজার খুঁজে নিতে পারবেন।
উল্লেখ্য ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র ও সংগীতের তারকা ও কলাকুশলী পুরস্কৃত করা হয়।এর আয়োজক আজগর হোসাইন আমেরিকান এক সহোজগী প্রতিষ্ঠান এর মাধ্যমে এই অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন।