সময়ের আলোচিত মিউজিশিয়ান রুবেল আহমেদ বিয়ের পিড়িতে বসেছেন।পাত্রি আমেরিকা প্রবাসি সাইমুন আলম তাশি।গত ১০ তারিখে বাড্ডার নিজ বাসভবনে নব দম্পতির বিবাহউত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দেশের সংগিতাজ্ঞনের অনেকেই উপস্থিত ছিলেন।বরেন্য সংগিত শিল্পি সামিনা চৌধুরী, জাতিয় পুরস্কারপ্রাপ্ত সংগিত শিল্পি কোনাল সকলেই অনুষ্ঠানে এসে দম্পতিকে শুভেচ্ছা জানান।