ছবির নামঃ শাটিকাপ
প্লার্টফর্মঃ চরকি
রিলিজ ডেইট : ১৩ ই জানুয়ারি 2022
আই এম ডি বি(imdb) রেটিং :৯.৩
“জান নিয়ে দৌড় ঝাঁপ,
সবখানে কাপ ঝাঁপ, মারতে হবে শাটিকাপ!
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ এর প্রথম সিজন রিলিজ হয়েছে।
এটি নার্কোথ্রিলার জনরার সিরিজ কনটেন্ট, নির্মান এবং অভিনয় দক্ষতা দিয়ে এককথায় অসাধারণ লেগেছে। হলিউড বা বলিউডে এই ঘরানার কাজ আমরা দেখে কিছুটা আক্ষেপ করি যে আমাদের দেশে এমন কাজ কেনো হয়না সেই আক্ষেপ পুরোপুরি ঘুচাতে সক্ষম হয়েছে ‘শাটিকাপ’।
চেনা গন্ডির বাইরে যেয়ে এক ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্যে একজন বা দুইজন নয় মোট ১৩৭ জন শিল্পীর অসাধারণ স্ক্রিন প্রেজেন্স ‘শাটিকাপ’ কে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।
পুরোপুরি আঞ্চলিক ভাষায় অসাধারণ সিনেমাটোগ্রাফি, সমসাময়িক বাস্তবতার সাথে মিলে যাওয়া কনটেন্ট
।
কারন এই প্রথম আমাদের দেশে একটি ওয়েব সিরিজ যার গল্প সীমান্তবর্তী এলাকার, তাই চিত্রনাট্য ও গল্প বিশ্বাসযোগ্য করার জন্য ব্যবহার করা হয়েছে স্থানীয় ভাষা, প্রতিটা দৃশ্যর শ্যুট হয়েছে রাজশাহীতে এমনকি প্রতিটি অভিনয় শিল্পীও রাজশাহীর। এমনটা এর আগে আমাদের দেশীয় কোনো সিরিজে এর আগে দেখা যায়নি। তারকা তো দূরের কথা কোনো পরিচিত মুখেরও দেখা মিলে নাই এই সিরিজে। তবে যার বা যেটির দেখা মিলেছে সেটা চমকে দেবার মতোই
‘শাটিকাপ’ শব্দটা স্থানীয় ভাষায় ব্যবহার করা হলেও এর মানে হচ্ছে ‘ঘাপটি মেরে থাকা’। তবে সেটা মোটেও ঘাপটি মেরে ছিলো না। কারন পুরো সিরিজ দেখার পর মনে হবে এটা অনেক বেশিভাবে প্রতিটা ফ্রেম এবং দৃশ্যে আওয়াজ তুলেই জানান দিয়েছে যে, গল্পকার বা নির্মাতাদের চিরচেনা স্রোতের বিপরীতে যেয়ে ঢাকা ছাড়াও যে বাংলাদেশকে দেখানো যায় বা রাজধানীর বাইরেও টানটান সাসপেন্স ভরা কনটেন্ট এবং সেই গল্পে অভিনয় করার মতো একঝাঁক নতুন কিন্তু দক্ষ ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রী আছেন।
কাহিনী : গল্প শুর হয় ৩টি গরু চালান নিয়ে, গরুর গায়ে মার্ক করা থাকে কিন্তু গরু গুলো বিশেষ কায়দার মাদকের প্রাচারে ব্যাহার হয়, কিন্তু গরু চালান অদল বদল হয়ে যায় আর শুরু হয় কাহীনি।
বাংলাদেশের সীমান্তবর্তী কিছু জেলা দিয়ে মাদকদ্রব্য চোরাচালান এবং এর সাথে জড়িত ব্যক্তিদের জীবন, রাজনৈতিক পতিপত্তি, ক্ষমতার উত্থান-পতন এবং এর সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর নানা কার্যক্রম এবং
সাসপেন্স, ড্রামা, থ্রিলের সমন্বয়ে ‘শাটিকাপ’ এমন এক জমজমাট ফিকশন উপস্থাপন করেছে যা এককথায় অসাধারন
মাদকদ্রব্য চোরাচালান দীর্ঘ সময় ধরেই আমাদের দেশের একটি কঠিন এবং ভয়াবহ ব্যাধি বলে জানা থাকলেও এই ইস্যু নিয়ে তেমনভাবে কাজ হয়নি। হলিউড, মেক্সিকো বা আফ্রিকান সিনেমা বা ফিকশনে তো বটেই পাশের দেশ ভারতেও এই ইস্যু নিয়ে অনেকগুলো প্রশংসনীয় কাজ দেখা গেছে।
কারিগরি ডিপার্টমেন্টে অসাধারণ কাজ, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে ‘শাটিকাপ’ অসাধারণ।
যতোটুকু জানা গেছে,
‘শাটিকাপ’ তিনটি সিজনে সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে নির্মাতা সুত্রে তবে প্রথম সিজনে আটটি এপিসোড এ শেষ করা হয়েছে।
তাই সময় থাকলে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে দেখে নিতে পারেন এই জমজমাট নতুন ঘরানার ওয়েব সিরিজটি।