ব্যাচেলর পয়েন্ট,সময়ের আলোচিত ও জনপ্রিয় সিরিয়াল।এর আগে এই সিরিয়ালের তিন সিজন প্রচারিত হয়েছিলো।দর্শকদের প্রবল চাহিদা ও অপেক্ষা ছিলো সিজন ৪ কে নিয়ে।অবশেষে প্রতিক্ষার অবসান।
আজ এক সংবাদ সম্মেলনে নাটকটির নির্মাতা এর প্রচারের তারিখ ঘোসনা করলেন।গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাটকের নির্মাতা ও তারকারা আজকের লাইভের ব্যপারে পোস্ট করেছিলেন।তখন থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ টা ছিলো দর্শকদের মধ্যে,আজ তার অবসান হলো।
আজ রোববার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল আরেফিন জানান, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন শুক্র, শনি ও রোববার ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ দেখা যাবে। রাত নয়টায় টেলিভিশনে সম্প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে পর্বটি।
অমি বলেন, ‘যেকোনো কাজের জন্য শুরু থেকে একটা পরিকল্পনা করতে হয়। সিজন থ্রি শেষ করার পর সিজন ফোরের জন্য অনেক মানুষ আমাকে নক করেছেন। নতুন সিজনের ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা কাউকে কোনো সঠিক উত্তর দেইনি। এ কারণে দেইনি যে এ কাজের জন্য দর্শক যেভাবে অপেক্ষা করেন, যত মানুষ আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেন, আমার নার্ভাস লাগে। আমি ঘামতে থাকি। এত আগ্রহ যে নাটক নিয়ে, পরে আমরা কী দেখাব? শুধু এ ভাবনার জন্যই এত সময় নিয়েছি। “ব্যাচেলর পয়েন্ট” নাটকের যাত্রা শুরু হয় ২০১৭ সালে, ওই সময়ই প্রথম এটা নিয়ে পরিকল্পনা করি। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। এটাকে বড় করতে চাই। আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছি। দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি।’
তিনি আরো যোগ করেন , ‘আমি এই সিরিজের পরিচালক, আমি সব সময় ক্যামেরার পেছনে ছিলাম, আমাকে দর্শকদের চেনার কথা নয়। অথচ আমি বাংলাদেশের যেখানেই গিয়েছি, হাজারো মানুষ আমাকে চিনেছেন, ভালোবেসেছেন। সিজন থ্রি শেষ পর্ব যেদিন প্রচারিত হলো, সেদিন অনেকেই আমাকে গালিগালাজ করেছেন। মামলা করার হুমকি দিয়েছেন। হাজারো মানুষ জানতে চেয়েছেন, কেন নাটকটি শেষ করলাম। অনেকেই বলেছেন, দুঃখের সময় নাটকটি তাঁদের কিছুটা স্বস্তি দিয়েছে। আমার ছোট জীবনে দর্শকদের কাছ থেকে এর চেয়ে বড় ভালোবাসা আর কী থাকতে পারে? দেশের দর্শকেরা আমাদের পাশে ছিলেন, ভালোবেসেছেন, তাঁদের মান–অভিমান বুঝতে পেরেছি। হাবু, কাবিলা, শুভ, নেহালসহ চরিত্রগুলো ছিল আমার সন্তানের মতো।’
সংবাদ সম্মেলনে নাটকের শিল্পী মিশু সাব্বির, পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল উপস্থিত ছিলেন।এছাড়া এই নাটকের স্পনসর সংস্থা আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের হেড অব বিজনেস আতিকুর রহমান, ব্র্যান্ড মার্কেটিং এজিএম আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।