ভারতের গোয়ায় এক পুলিশি অভিযানে সেক্স র্যাকেট থেকে এক টেলিভিশন অভিনেত্রী আটক হয়েছেন।ভারতীয় সংবাদ মাধ্যম এএনাই(ANI) খবরের সত্যতা নিশ্চিত করে এক টুইট করেছে।
এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম কে জানান, তাঁদের টহলদারির সময় খবর আসে, হাফিজ সইদ বিলাল নামে এক ২৬ বছরের যুবক সেক্স র্যাকেটের সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের তরফে এক জন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন।
সেই অভিযুক্ত ৫০ হাজার টাকার বিনিময়ে গোয়ার সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দিতে রাজি হন। পরে সেই হোটেল থেকেই চক্রেরর মাথাকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার করা হয় তিন মহিলাকে যাদের প্রত্যেকেরই বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এদের মধ্যে এক টিভি অভিনেত্রী বলে জানা যায়।বিভিন্ন টেলিভিশন শোয়েও নাকি দেখা গিয়েছে তাঁকে।আইনগত বাধ্যবাধকতা থাকায় পুলিশ এই অভিনেত্রীর নাম জনসম্মুখে প্রকাশ করে নাই।পুলিস জানায় গোয়ার টুরিস্টদের কেন্দ্র করে এই রকম সেক্স র্যাকেট অনেক দিন ধরে চলে আসছে বলে তারা খবর পাচ্ছিলেন।এই ধরনের অভিযান সামনেও চলমান থাকবে।