বিনোদন ডেস্ক : বছর চারেক আগে এক সিনেমার গানে দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের চোখের ইশারায় দুলেছিল ইন্টানেট দুনিয়া। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগে রীতিমতো ভাইরাল হয়েছিলেন তিনি।
‘উরু আডার লাভ’ সিনেমার গানে প্রিয়ার ভ্রু নাচানোর দৃশ্যে বুঁদ হয়ে ছিল নয় থেকে নব্বই; ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় উঠে এসেছিলেন প্রিয়া
‘উরু আডার লাভ’ সিনেমার গানে প্রিয়ার ভ্রু নাচানোর দৃশ্যে বুঁদ হয়ে ছিল নয় থেকে নব্বই; ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় উঠে এসেছিলেন প্রিয়া।