কি ছবির শিরোনাম দেখে চমকে গেছেন?নাকি একটু একটু শিউরে উঠেছেন? سكريل بنك অবাক বা শিউরে উঠার কিছু নাই ঘটনা সত্যি,গু-কাক্কু নামের কলকতার ছবিতে এবার দেখা যাবে মোশাররফ করিম কে।
ভুতের ভবিষ্যত ছবির কথা মনে আছে,স্যাটায়ার কমেডি এই জনপ্রিয় ছবির এর দশ বছর পূর্তি উপলক্ষে ওই ছবির প্রযোজনা সংস্থা মোজো প্রোডাকশনস নিয়ে আসছে এই ছবি।
গু কাকু’র পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। ছবির পরিচালক মণীষ বসুর কথায়, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই স্যাটায়ার ছবিতে।”
আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে ছবির শ্যুট। অভিনয় করবেন মোশারফ করিম। তাঁর সঙ্গেই রয়েছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।
তবে কেন্দ্রীয় ‘গু কাকু’-র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।