পারভেজ মোশারফ-ঃমারান(Maaran) তামিল সুপারস্টার ধানুসের নতুন সিনেমা।গত ১১ই মার্চ ওটিটি প্লাটফর্ম ডিজনি-হটস্টারে মুক্তি পেয়েছে এই ছবি।কার্তিক নরেন পরিচালিত মারান এর গল্প পরিচালকের নিজেরই লেখা।দেখে নিন মারান(maaran) এর রিভিউ।
সত্যমূর্তি (রামকি) একজন সৎ অনুসন্ধানী সাংবাদিক। সত্য প্রকাশ করার জন্য তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর আগে, তিনি তার ছেলে মাথিমারণ (ধানুশ) কে বলেন যে সততা এবং স্মার্টনেস সমান গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এটা ভুলোনা কখনো । সত্যমূর্তি নিহত হওয়ার সময়, তার স্ত্রী শ্বেতা (স্মৃতি ভেঙ্কট) নামে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে হাসপাতালে মারা যান। প্রত্যাশিত হিসাবে, মাথিমরান(ধানুষ) তার বোনকে লালন-পালন করে বড় করেন।
ছবিতে মাথিমরান (ধানুষ) তার বাবার মত একজন নির্ভীক অনুসন্ধানিক সাংবাদিক হয়ে উঠেন। তার অনুসন্ধানে একজন রাজনৈতিক নেতার বিভিন্ন গোপন অনৈতিক কর্মকান্ডের তথ্যের সত্যতা উঠে আসে।
মাথিমারন (ধানুষ)সে সত্য প্রকাশ করে এবং সমস্যায় পড়ে। এটাকে কেন্দ্র করে ছবি এগোতে থাকে।
রাজনৈতিক নেতার সাথে ধানুষ এর একটা ধন্দের সৃষ্টি হয় যা ফলে বোনের জীবন ঝুঁকিতে পড়ে।
একদিন একটি মর্মান্তিক ঘটনা তার জীবনকে উল্টে দেয়। এটি কী এবং কীভাবে মারান সত্যটি উন্মোচন করেন তা হল সিনেমার মূল প্লট.
মুভিটি নিয়ে দর্শকের যা প্রত্যাশা ছিল তা আসলে ফুলফিল হয়নি। সবার প্রত্যাশা ছিলো আরো বেটার আর ওয়েল মেইড একটা অ্যাকশন থ্রিলার পাওয়ার যেহেতু ধানুষ আর কার্তিক নারেন কম্বোতে ছিলেন। কিন্তু এই দিকটায় দর্শক হতাশ হয়েছে বললেই চলে। থ্রিলটা ঠিক জমাতে পারেনি পরিচালক । তবে ধানুষ বরাবরই দারুণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
মুভিটার বেশকিছু জিনিস সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে পাঢ়ানি চরিত্রটা দেখলে, আমাদের দেশের বর্তমান অবস্থার প্রতিচ্ছবি দেখতে পাবেন। বর্তমানে এমন কেলেঙ্কারি যেন দুধভাত হয়ে গেছে আমাদের উপমহাদেশে। মুভিটায় ধানুষের অভিনয় ও জিভি প্রকাশের বিজিএম দুর্দান্ত ছিল। ভাই-বোনের অভিনয়টাও বেশ ভালো লাগবে।সিনেমাটোগ্রাফি, এডিট,আর্ট ডিরেকশন সবই মোটামুটি মানসম্মত ছিলো।কিন্তু টেকনিকালি ভালো হওয়া সত্বেও পর্দায় গল্প উপস্থাপনের দূর্বলতা দর্শক মনে প্রভাব ফেলবেই। মারান এর রিভিউ তে ভারতীয় গণমাধ্যম ডিজাস্টার শব্দটা বারেবার ব্যবহার করেছে।সিনেমা রেটিং সাইট আইএমডিবি(IMDB) রেটিংএ ও তার প্রতিফলন।১২০০ দর্শক এর ভোটে রেটিং ৪.৮।অনেকে তো বলছেন প্রযোজক আগেই এটা বুঝে ছবি থিয়েটারে মুক্তি না দিয়ে ওটিটি তে রিলিজ করে মান বাচিয়েছেন।সনামধন্য এক ভারতীয় গণমাধ্যম তাদের রিভিউ তে বলেছে পরিচালক জার্নালিজম এর কিছুই না জেনে এ বিষয় কে নিয়ে সিনেমা বানানোয় আসলে এই হাল।
সত্যি বলতে পরিচালকের অদূরদর্শীতাই সুন্দর একটা গল্প থাকার পরও কিছু দর্শক কে হয়ত হতাশই করবে।
ছবি-ঃ মারান(Maaran)
পরিচালক-ঃ কার্তিক নরেন
ধরন-ঃ অ্যাকশন, থ্রিলার।
অভিনয়ে-ঃ ধানুশ, মালবিকা মোহনন, সামুথিরাকানি, স্মৃতি ভেঙ্কট, ভি.জয়প্রকাশ,
দেশ-ঃ ভারত
ভাষা-ঃতামিল
রিলিজ ডেট-ঃ ১১ মার্চ,২০২২(ভারত)
themedia24 রেটিং-ঃ৫/১০
আইএমডিবি-ঃ ৪.৮/১০ 🙃