ঢালিউডের কিং ম্যাকার খ্যাত নির্মাতা মালেক আফসারী নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নায়িকা অরুণা বিশ্বাস। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে এই নির্মাতার নামে অভিযোগ করেছেন তিনি।
Bodybuilding vegetariano (vegetariano) – Nicolas AUBINEAU clomifene citrato metodo lafay prima-dopo: un programma di bodybuilding efficace.রাজধানীর তেজগাও শিল্পাঞ্চল থানায় এই সাধারন ডায়েরি টি করেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।সাধারন ডায়েরি নাম্বার ৩৭৮।
সাধারন ডায়েরিতে তিনি অভিযোগ করেন ইউটিউবের মালেক আফসারির নিজশ্ব চ্যানেলের এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক আত্বীয়র মাধ্যমে জানতে পেরেছেন।
ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণা বিশ্বাসের ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তাই অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর কোনো দূরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে।
এ বিষয়ে মালেক আফসারী বলেন সংবাদ মাধ্যমকে বলেন ‘বিষয়টি শুনলাম। কিন্তু যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। ’