নিজের ভেরিফাইড পেইজের নাম পরিবর্তন করলেন নায়িকা মাহি,সাথে এক হালি ভালোবাসার ইমোজির সাথে লিখলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।বর্তমান স্বামী রাজীব সরকারের সাথে তিনটি ছবি নিজের ফেইজবুক পেইজে আপলোড করে তিনি এই ক্যাপসন দেন।
মাহির ফেইজবুক স্ট্যাটাস, ছবি-ফেইসবুক
স্বামী রাজীব সরকারের পদবী নিজের নামে যুক্ত করেই নিজের পেইজের নতুন নাম রেখেছেন মাহি,উল্লেখ্য গত বছর পুরাটা সময় ধরেই সিনেমার বাইরে নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন নায়িকা মাহি।আগের স্বামী অপুর সাথে বিবাহ বিচ্ছেদ,দ্বিতীয় বিয়ে,বরখাস্তকৃত মন্ত্রির সাথে ফাস হওয়া ফোনালাপ সব মিলিয়ে আলোচানায় ছিলেন মাহি।উল্লেখ স্বামীর সাথে উমরাহ থেকে ফিরে নতুন করে কাজে ফিরেছেন মাহি।