বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বাবা-মা হয়েছেন।রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাদের ঘরে কন্যাসন্তান জন্ম নেয়।
তারপর থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন রণবীর-আলিয়া দম্পতি।
মা হওয়ার পর নিজের অনুভূতিও প্রকাশ করেন আলিয়া।
সিংহ-সিংহী ও তাদের শাবকের ছবি দিয়ে আলিয়া তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমাদের জীবনের সেরা খবরটা এলো- আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সবাইকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।’
আলিয়ার এই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তার ঝড় নেমেছে। অক্ষয় কুমার, সোনম কাপুর, আনুশকা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, মৌনী রায়ের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন ‘রণলিয়াকে’।