আজ ঢাকা সহ সারাদেশে মুক্তি পেলো শাহ আলম মন্ডল পরিচালিত লকডাউন লাভস্টোরি।আর এই সিনেমা দিয়ে অভিষেক হলো নবাগত নায়িকা রেহনুমা মোস্তাফার।২০২০ এ করোনা মহামারীর সময় নির্মিত এই সিনেমার কাহিনীও গড়ে উঠেছে করোনার সময়ের লকডাউনকে উপজিব্য করে।গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে পরিচালক বলেন সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনা ভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে।
এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সে গল্পও ওঠে আসবে।আশা করি দর্শকরা সিনেমাটি হলে এসে উপোভোগ করবে।ছবিতে অভিষিক্ত নায়িকা রেহনুমা মোস্তাফার বিপরীতে দেখা যাবে নায়ক ইমন কে।ছবি বিষয়ে নায়ক ইমন ও নায়িকা সংবাদমাধ্যম কে বলেন”নায়ক ইমন ও নায়িকা রেহনুমা মোস্তফা বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল ভাই অনেক যত্ন নিয়ে এই ভিন্নধর্মী ছবিটি নির্মান করেছেন।আশা করি দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি মুক্তি পেয়ছে নিচের সিনেমা হল গুলোতে।ব্লকবাস্টার সিনেমা(যমুনা ফিউচার),চিত্রামহল,গীত,সেনা অডিটোরিয়াম, নন্দিতা (সিলেট),শঙখ(খুলনা),মিতা(বদরগঞ্জ