মুক্তি পেল কারাগার র্পাট-২ এর ট্রইেলার
কারাগাররে প্রথম র্পবে দখোনো হয়ছেলি আকাশনগর সন্ট্রোল জেলের গল্প যেখানে জেলটির ১৪৫ নম্বর সেলে আবর্ভিাব হয়েছিল এক রহস্য মানবের। ১৪৫ নম্বর সেলে এমন একটি কারাকক্ষ, যা বিগত ৫০ বছর ধরে তালাবন্ধ ছিল। সেই রহস্যমানবের রহস্য ঘণীভূত হয়ে এমন এক জায়গায় প্রথম র্পব শেষ হয়েছিল, যেখানে দর্শকরা হয়েছিল বিহ্ববল, জন্ম হয়েছিল অনকেগুলো প্রশ্নের। সেই প্রশ্ন গুলোর জবাব মিলবে কারাগাররে দ্বিতীয় পর্বে। কিন্তু ট্রেইলার রিলিজের পর যেন রহস্য আরও ঘনীভূত হল। সব প্রশ্নের উত্তর পেতে দর্শকদের দ্বিতীয় পর্বের জন্য অপক্ষো করতে হবে।
গত আগস্টে হইচই অরিজিনাল সিরিজ কারাগার পার্ট- ১ রিলিজের পর দর্শকদের ওয়েব সিরিজটাকে সাদরে গ্রহণ করছেলি। এপার-ওপার দুই বাংলা থকেইে বলা হচ্ছলি যে এটি এযাবৎ কালরে সেরা বাংলা কনটেন্ট। আগামী ২২ ডসিম্বের, ২০২২ এ হইচই অরজিনাল সিরিজ কারাগার এর দ্বিতীয় পর্ব রিলিজ করা হবে।
ট্রেইলার থকেে বোঝা যায় যে প্রথম র্পব যেখানে শেষ হয়েছিল দ্বিতীয় পর্বের গল্প সেখান থেকেইে শুরু হচ্ছ। ১৪৫ নম্বর সেলের মিস্ট্রিম্যানকে কথা বলতে দেখা যায়, এর সাথে আরও একজনকে দখো যায় যার চহোরা হুবহু মিস্ট্রিম্যানের মতো। কিন্তু তাঁর আচরণ, পরধিয়ে সবকছিুই বেশ আলাদা। এছাড়াও আরও নতুন অনেকগুলো বিষয়ের প্রতি আলোকপাত করা হয়ছেে ট্রইেলারে যা দেখে বোঝা যায় কারাগাররে দ্বিতীয় পর্বেও আলোড়ন ফেলবে।
কারাগাররে দ্বিতীয় পর্বের ট্রেইলার রিলিজের ব্যাপারে মিস্ট্রিম্যান চরিত্র রুপদানকারী চঞ্চল চৌধুরী বলনে, “কারাগার প্রথম পর্বে যে সাড়া আমরা পয়েছেি তা অভাবনীয়। দর্শকদের প্রতক্রিয়িা ও ভালবাসায় আমাদরে পুরো টিম সিক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে যা দেখানো হবে ট্রেইলারে তার সামান্যই উঠে এসেছে। আমাকে সর্ম্পূণ ভিন্ন দুইটি রুপে এখানে দখো যাবে। যদিও বিস্তারিত এখন কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু বলতে পারি যে গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে দর্শক তাতে মুগ্ধ হবে।”
কারাগাররে পরিচালক সৈয়দ আহমদে শাওকী এখানে যোগ করনে, “কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি কিন্তু গল্পের গভীরে একটি নর্মিম সত্য আছে দেশে-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালবেসে গ্রহণ করছে তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগাররে দ্বীতিয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।
অভিনয় শিল্পী
চঞ্চল চৌধুরী – মিস্ট্রিম্যান ও ডেভিড অ্যাডামস্ , ইন্তখোব দিনার – জেলার মোস্তাক আহমেদ, তাসনিয়া ফারিণ – মাহা, এফ এস নাঈম – আশফাক , আফজাল হোসেন – জল্লাদ মোহাব্বত আলী , বিজরী বরকতুল্লাহ – পান্না, তানভিন সুইটি, এ কে আজাদ সেতু–ডেপুটি জেলার, নওফলে জিসান -রাজেশ্বর , জয়ন্ত চট্টোপাধ্যায় -মুরুব্বি , শতাব্দী ওয়াদুদ -ফাদার আলফ্রেড।