আগামীকাল মুক্তি পাবে ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের চলচিত্র মুখোশ। আজ ছবি প্রচারণা এর জন্য বাংলাদেশ -আফগানিস্তানের টি-২০ ম্যাচকে বেছে নিলো মুখোশ টিম।ছবির নায়িকা পরিমনী সহ ছবির কলাকুশলী দল বেধে আজ চলে এসেছেন মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের আফগান ম্যাচের বিরতির সময় খেলার চ্যানেল টি-স্পোর্টস এর ক্যামেরার সামনে আসেন ছবির নায়িকা পরিমনী, নায়ক সহ ছবির কলাকুশলীদের।যদিও ছবির আরেক কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম উপস্থিত ছিলেন না।নায়িকা পরিমনী আগামীকাল মুক্তিপ্রাপ্ত মুখোশ ছবিটা দর্শকদের পেক্ষাগৃহে এসে দেখার অনুরোধ জানান।নায়ক রোশান বলেন ছবিটি দেখে দর্শক রা মোটেও আশাহত হবেন না।পরিমনী, রোশান সহ সবাই বাংলাদেশ ক্রিকেটের প্রতি তাদের গভীর ভালোবাসার কথা জানান এবং আজকের ম্যাচে বাংলাদেশ দলের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।উল্লেখ্য এর আগে গতকাল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেছে সিনেমার প্রিমিয়ার শো।ছবির প্রিমিয়ার দেখে সকলেই ভুয়সী প্রশংসা করেছেন।
আগামীকাল সারাদেশে প্রায় ৩৬ টি পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুখোশ।