নিজশ্ব প্রতিবেদক-নাম তার ডোয়াইন জনসন, কিন্তু সারা বিশ্বে তার পরিচিতি দ্যা রক নামে।ছিলেন চ্যাম্পিয়ন রেসলার, সেখান থেকেই হলিউডে আগমন।
অভিনয় করেছিলেন দুনিয়া কাপানো সিরিজ মুভি ফাস্ট এন্ড ফিউরিয়াস এর তিনটি সিক্যুয়েলে। ২০১৫ এ মুক্তিপ্রাপ্ত ফিউরিয়াস সেভেন এর পর দর্শকদের চরম হতাশ করে তিনি এই সিক্যুয়েলে থেকে নিজেকে সরিয়ে। সম্প্রতি এই সিক্যুয়েলের তার সহ অভিনেতা ও সিনেমাটির একাংশের প্রযোজক বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল এক টুইটার পোস্টে রক কে এই সিনেমাতে নতুন করে আবার অংশ নেওয়ার অনুরোধ জানান।
২৮ ডিসেম্বর সিএনএন এর সাথে সাক্ষাৎকারে এই বিষয়ে রক বলেন ‘ব্যাপার টা তাকে সত্যি সারপ্রাইজ করেছে, আমি ভিন কে সরাসরি এর জন্য কৃতজ্ঞতা এবং আমার অপারগতার কথা জানিয়েছি,এর সাথে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর সামনের সকল সিক্যুয়েল এর শুভকামনা জানিয়েছি।
আমার ফাস্ট এন্ড ফিউরিয়াস এর রেইস আমি খুব আন্তরিকতা ও সফলতা এর সাথে শেষ হয়েছে এবং আমি তাতে খুশি।
উল্লেখ্য এই বছর এই সিক্যুয়েল এর এফ-নাইন মুক্তি পায়, এবং ২০২৩ এবং ২০২৪ এ আরো দুইটি ছবি মুক্তি পাবে।