পুস্পা তারকা রস্মিকা মান্দানা এখন দক্ষিণ এর মাঠ পেরিয়ে পুরা ভারতের ক্রাস।ভালোবেসে সবাই এখন তাকে ক্রামমিকা বলে ডাকা শুরু করেছে।তো এমন তারকার বিয়ে?আসলে হয়েছে যে রস্মিকার সুপার হিট তেলেগু ছবি ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এ একসঙ্গে কাজ করেছেন নায়ক বিজয় দেবারাকোন্ডা। শোনা যায়, রোমান্টিক এই পর্দার রসায়ন বাস্তবে গড়াতে সময় নেয়নি খুব বেশি।দুইজনের একসাথে জিম যাওয়া থেকে চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাঁদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের ভক্তদের আগ্রহের শেষ নেই।
আর এরকম টা হলে ভক্তদের দুইয়ে দুইয়ে চার করতেও বেসি সময় লাগেনা।
সোমবার সকাল থেকে শুরু হয়েছেএই চর্চার নতুন দিক। গুঞ্জন, দুই দক্ষিণী তারকা খুব শিগগিরি সাত পাক ঘুরবেন। তবে এই গুঞ্জনের উৎস কোথায়, তা এখনও কেউ নিশ্চিত করতে পারছেনা। নতুন করে শুরু হওয়া এই হইচইয়ের মাঝে সোমবার রাতে একটি টুইট করেন বিজয়। যা দেখে মনে করা হয়,বিতর্ক এড়িয়ে আসলে আকারে ইঙ্গিতে বিয়ের খবর নাকচ করে দিতে চাইছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির উঠতি তারকা।
টুইটে বিজয় লিখেছেন, ‘আবারও ভুল কথাবার্তা।’ তবে কোন কথাকে বিজয় ‘ভুল’ বলছেন, যদিও টুইটে বিয়ে নাকি প্রেমের সম্পর্ক কোনটা ভুল কোথাও স্পষ্ট ভাবে উল্লেখ করেননি টুইটে। তবে ভক্তরা মনে করছেন, রশ্মিকার সঙ্গে বিয়ের খবরের সত্যতা অস্বীকার করতেইএই টুইট করেছেন বিজয়।