দক্ষিনের সুপার স্টার রাম পথিনেনি।২০১৯ এ আইস্মার্ট শংকর মুভি দিয়ে দক্ষিণ এর সিনেমা ইন্ডাস্ট্রি কাপিয়েছিলেন এই তেলেগু স্টার।
পরিচালক বয়াপতি শ্রীনু সম্প্রতি রাম পথেনেনির সাথে তার পরবর্তী মুভির ঘোষণা দিয়েছেন। মুভিটি রামের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল মুভি হতে চলেছে।
পুস্পার প্যান ইন্ডিয়ান সাফল্যের পর প্রত্যেক নির্মাতাই মুভির ব্যবসায়ীক সাফল্যের জন্য প্যান ইন্ডিয়ান রিলিজের ব্যাপারে বেশ সচেতন।
মুভিটি প্যান-ইন্ডিয়ান অ্যাকশন ড্রামা মুভি হবে তাই নির্মাতারা এই মুভির জন্য এমন একজন তারকা অভিনেত্রীকে চেয়েছিলেন যিনি দেশব্যাপী পরিচিত।
এক্ষেত্রে তারা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে এপ্রোচ করার চেষ্টা করেছিলেন। তারা ভেবেছিলেন, তারা যদি জাহ্নবী কাপুরকে বোর্ডে আনতে পারে তাহলে তাদের প্রজেক্টটি বলিউডেও বেশ হাইপ পাবে।
গত কয়েক বছর ধরেই, বেশ কয়েকজন পরিচালক এবং প্রযোজক জাহ্নবীকে তেলেগু সিনেমায় অভিনয় করানোর চেষ্টা করে আসছিলেন, কিন্তু তাদের পূর্বের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
এইবার রামের সাথে এই মুভিটার ব্যাপারে তাকে এপ্রোচ করার চেষ্টা করলে শ্রীদেবীর মেয়ে যথারীতি এই মুভিরও প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি স্ক্রিপ্ট পর্যন্ত শুনতে রাজি হোননি।
নির্মাতারা এখন অন্য এক বলিউড অভিনেত্রীর সন্ধান করছেন।