এও কি ভাবা যায়, রুপা দত্ত পর্দায় তিনি অভিনেত্রী আর বাস্তব জীবনে একজন পকেটমার। গতকাল কলকতা বইমেলা হতে পকেটমার সন্দেহে এক মহিলা কে গ্রেফতার করে কলকাতা পুলিস।ধরা পড়ার পর তিনি নিজেকে একজন বলিউড অভিনেত্রী হিসাবে পরিচয় দেন।তার নাম রুপা দত্ত।পরে তার কথার সত্যতা যাচাই করে কলকাতার পুলিশ দেখতে পায় তার কথা আংশিক হলেও সত্য।বলিউডে ও টালিগঞ্জে অভিনয়ের অভিজ্ঞতা আছে এই অভিনেত্রীর।এর আগে কলকতা পুলিশ বইমেলায় তার সন্দেহজনক আচরনের কারনে গ্রেফতার করে।কলকাতা পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, বইমেলার মাঠে রূপাকে সন্দেহজনক ভাবে ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখা যায়। তাকে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দিতে না পারায় থানায় নিয়ে যাওয়া হয়।এরপর তার কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, রূপা বিভিন্ন বড় অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে মানুষের পকেট থেকে ম্যানিব্যাগ চুরি করতেন।এর পাশাপাশি রূপার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। তা থেকে পুলিশ জানতে পারে, কবে, কোথা থেকে কত টাকা তিনি হাতিয়েছেন। সেখানে বইমেলা ছাড়াও কলকাতার অনেক জনবহুল এলাকার নাম পাওয়া যায়। এমনকি ওই ডায়েরিতে খরচের বিবরণ দেওয়া রয়েছে। ডায়েরিতে আরও কয়েকটি তথ্য উঠে আসে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা-ও দেখা হচ্ছে।তার বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে।
উল্লেখ্য রুপা দত্ত খুব পরিচিত মুখ না হলেও ২০২০ সালে বলিউড নির্মাতা পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন রূপা। যদিও পরে জানা যায়, ‘অনুরাগ কাশ্যপ’ নামে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনি।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনীত ‘কেল্লাফতে’ সিনেমায় দেখা গিয়েছিল রূপাকে। এছাড়া ‘জয় বৈষ্ণদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও নাকি অভিনয় করেছিলেন তিনি।