ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অনেকদিন ধরেই সিনেমার আলোচনার বাইরে।দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানের কারনে নতুন করে কোন সিনেমায় শুটিং করছেন না।এই দিকে সামনের মে তে এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচনের তারিখ ঘোসিত হয়েছে।এই সময় খবর রটেছে প্রযোজক সমিতির সদস্য শাকিব খান এর সদস্যপদ বাতিল করা হয়েছে।
বিষয় টি সম্পুর্ন ভাবে মিথ্যা বলে জানিয়েছেন প্রযোজক পরিবেশক সমিতির ব্যবস্থাপক সৌমেন্দ্র রায়।তিনি জানান”আমরা তো জানি, শাকিব খান এখন দেশের বাইরে আছেন। এদিকে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন শিগগিরই শুরু হচ্ছে। নির্বাচনের আগে প্রাথমিক ভোটার তালিকা বাছাই করতে গিয়ে সব সদস্যের হালনাগাদ কাগজপত্র চেক করছিলাম। চেক করতে গিয়ে দেখলাম, শাকিব খান সাহেবের কাগজপত্র হালনাগাদ করা নেই। তিনি যেহেতু দেশের বাইরে আছেন, তাই হয়তো এমনটা হয়েছে। তবে সমিতির যত ধরনের চাঁদা আছে, সব পরিশোধ করা আছে। এখন শুধু আয়করের হালনাগাদ কাগজপত্র নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ডের কাছে জমা দিলেই চলবে। শাকিব খানের সদস্যপদ বাতিলের খবর মিথ্যাচার ছাড়া কিছুই না।উল্লেখ্য অভিনয়ের পাশাপাশি শাকিব খান তার প্রযোজনা সংস্থা এস কে ফিল্ম থেকে ছবি প্রযোজনা করে।তার প্রযোজনার শেষ মুক্তি প্রাপ্ত সিনেমা পাসওয়ার্ড।আসন্ন রোজার ঈদে শাকিব খানের গোলই সিনেমাটু মুলতি পাওয়ার কথা আছে।