ঢাকাই ছবির আলোচিত অভিনেতা শরিফুল রাজের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারে যখন স্বর্ণালি সময়ের শুরুর পথে ব্যক্তিগত জীবনেও সুখবরে ভাসলেন এ অভিনেতা।
পর পর দুটি সিনেমায় তার অনবদ্য অভিনয় নজর কেড়েছে সিনেপ্রেমীদের। বিশেষ করে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ‘পরাণ’-এ রীতিমতো বাজিমাত করেছেন তিনি। পেয়েছেন তারকাখ্যাতি।
এরই মধ্যে বাবা হওয়ার স্বাদও উপভোগ করলেন রাজ। গত ১০ আগস্ট রাজ-পরীমনির সংসার আলোকিত করে তাদের পুত্রসন্তান রাজ্য।
এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকে প্রশংসা আর অভিনন্দনে ভাসছেন রাজ-পরী।
রাজ-পরীর এই অকৃত্রিম ভালোবাসা ও সন্তান লাভের সুখবর মুগ্ধ করেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকেও।
রাজকে ভাই সম্বোধন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে রাজ-পরীর একটি ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘শাবাশ আমার ভাই রাজ! সবাই তোমার মতো সাহসী না। তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। যখন দেখি সবাই ‘পরাণ’ ও ‘হাওয়া’য় তোমার অবিশ্বাস্য অভিনয়ের জন্য প্রশংসা করছে, তখন আমার কেমন লাগে তা বোঝানোর ভাষা নেই!’
এর পর রাজ ও পরীর সন্তানের জন্য ভালোবাসা জানান এ অভিনেত্রী। লিখেছেন, ‘যাই হোক, অভিনন্দন পিতামাতাকে। রাজ্যর জন্য দোয়া ও ভালোবাসা