নিজশ্ব প্রতিবেদকঃ
এবার স্বামী গায়িক ইলিয়াসের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুবাহ। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বনানী থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর ২৫১৬।জিডির একটি কপি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ও করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর ইসলামী শরিয়া অনুযায়ী ইলিয়াসের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বিবাদী বিভিন্ন সময়ে কারণে অকারণে শারীরিক, মানসিক নির্যাতন করে এবং সর্বশেষ ২৮ ডিসেম্বর বাসায় এসে চুল ধরে কিলঘুষি, লাথি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ভবিষ্যতে বিভিন্ন মামলায় ফাঁসানোর এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে জিডিতে সুবাহ উল্লেখ করেন।
এর আগে গায়ক ইলিয়াস রমনা থানায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সদ্য বিবাহিত স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।ইলিয়াসের করা জিডি নম্বর ১৬২২। সম্মানহানি, নিজেকে আঘাত করে নারী নির্যাতন মামলার ভয় ও জীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করেছেন ইলিয়াস।
উল্লেখ্য গায়ক ইলিয়াসের এটা তৃতীয় বিয়ে,এর আগে তিনি আমেরিকার এক ছাত্রিকে বিয়ে করেন, এবং মডেল কারিন কে দ্বিতীয় বিয়ে করেন যিনি সুইডেনে বসবাস করেন।তার দ্বিতীয় স্ত্রী তাকে তালাক না দিয়ে তৃতীয় বিয়ে করায় ইলিয়াসের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।