বলিউড : অভিনয় নয়, পরিচালনা দিয়ে সিনেমা জগতে পা রাখবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বাবার প্রযোজনা সংস্থাতেই আসতে চলেছে তাঁর প্রথম ছবি। কিন্তু তাঁর আগে দুই বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে আরিয়ান লঞ্চ করলেন লাগজারি ব্র্যান্ড। পোশাক থেকে বেভারেজ, এমনকি এক্সক্লুসিভ ইভেন্ট সবকিছুই পাবেন এই ব্র্যান্ডের অধীনে। কনজিউমারদের বিলাসবহুল ও গ্লোবাল অভিজ্ঞতা দিতে চান তাঁরা। ব্র্যান্ডের নাম D’YAVOL। গত পাঁচ বছর ধরে এই নতুন উদ্যোগের পিছনেই কাজ করছিলেন আরিয়ান ও তাঁর সঙ্গীরা।