মিশা-জায়েদ প্যানেলের নায়িকা রোজিনার পর এবার নায়ক রুবেল তার পদত্যাগের আভাস দিলেন।নব নির্বাচিত এই সহ-সভাপতি পদত্যাগ করে তার জায়গায় কাঞ্চন-নিপুন পরিষদের নায়ক রিয়াজকে দায়িত্ব দিতে চান।সংবাদ মাধ্যম কে নায়ক রুবেল জানান “দুই দিনের মধ্যে আমি পদত্যাগপত্র জমা দিবো,এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।আমার ছোট ভাইয়ের মতো।
রিয়াজ কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিলেন। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবর বয়ে আসবে।এই তারকা আরো জানান,এ বছর আমি আমার ব্যক্তিগত কাজের কারনেই পদত্যাগ পত্র জমা দিচ্ছি। চলতি বছর তিনি ওমরাহ পালন করবেন। এছাড়া সরকারি উদ্যোগে প্রায় তিন শ’ উপজেলায় কারাটে প্রশিক্ষণ করাবেন। সব মিলিয়ে বছরজুড়ে তিনি খুব ব্যস্ত থাকবেন, তাই সমিতিতে সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। সেজন্যই রুবেল এমন সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ এর আগে নায়ক রুবেল সংবাদ মাধ্যমে জানান শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তারকারা মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন।এর এক দিন পরেই তিনি তার এই পদত্যাগের কথা সংবাদমাধ্যম কে জানালেন।