শিল্পী সমিতি নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনিবার্হী পদে নির্বাচিত নায়িকা অঞ্জনা আজ শপথ নিয়েছেন।আজ সন্ধায় নব নির্বাচিত সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন তাকে শপথ বাক্য পড়ান।এ বিষয়ে নায়িকা অঞ্জনা বলেন ‘যেহেতু আমাদের সাবেক সভাপতি মিশা সওদাগর নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়ে গেছেন। এখন তো কাঞ্চন ভাই আমাদের সবার সভাপতি। আমি কার্যকরী পরিষদের সদস্য। আমি বয়সে সিনিয়র, আমি শুরু করি। কারণ, ব্যাপারটা দেরি হয়ে যাচ্ছে। এখন নির্বাচন শেষ হয়েছে। আমরা সবাই এক। সবাই মিলেমিশে কাজ করব, এটাই এখন বড় বিষয়। আমার বিশ্বাস আমাদের প্যানেলের সবাই শপথ নেবেন।কাঞ্চন ভাই আমার সতের ছবির নায়ক,তার মত একজনের কাছ থেকে শপথ পাঠ করে ভালো লাগছে।সেক্রেটারি পদের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন করলে, তিনি ব্যাপার টা আদালতের ইস্যু বলে এড়িয়ে যান তবে নিপুন জায়েদ যেই সেক্রেটারি হোক কাজের ক্ষেত্রে কোন সমস্যা হবেনা বলে তিনি মনে করেন।
উল্লেখ্য এর আগে গত ছয় তারিখে কাঞ্চন নিপুন পরিষদের নির্বাচিত সকল সদস্য শপথ গ্রহন করেন,মিশা-জায়েদ প্যানেল থেকে নায়িকা অঞ্জনা প্রথম শপথগ্রহন করলেন।