২৮ তারিখ শিল্পী সমিতি নির্বাচন,নির্বাচন যতই এগিয়ে আসছে দুই পক্ষের মধ্যে উত্তাপ ততই বাড়ছে,আজ কাঞ্চন-নিপুন পরিষদের সহ-সভাপতি প্রার্থি নায়ক রিয়াজ তার প্রতিপক্ষ প্যানেলে মিশা-জায়েদের দিকে সরাসরি অভিযোগ এর তীড় ছুড়লেন।এক ভিডিও সাক্ষাৎকারে তিনি প্রতিপক্ষ প্যানেল এর কিছু সদস্যকে পচা আপেলের সাথে তুলনা করে বলেন এদের জন্য এফ ডি সি এর পরিবেশ নষ্ট হচ্ছে,শিল্পী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে,বাংলা সিনেমা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এদিকে গত পরশু দিন নায়ক ইমনের লাঞ্চিত হওউয়ার ঘটনায় কাঞ্চন- নিপুন প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী নায়িকা নিপুন তিব্র ক্ষোভ প্রকাশ করেন।তিনি এক সাক্ষাতকারে নায়ক নিরবের কাছে মিশা-জায়েদের আন্তরিকতার সাথে ক্ষমা চাউয়া উচিত ছিলো বলে মনে করেন।
তিনি ভোটের পরিবেশ যাতে ভালো থাকে এই জন্য সবার সহোযোগিতা কামনা করেন এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন।